বন্যাকবলিত অসহায় মানুষের পাশে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন।
এমএইচ গ্লোবাল গ্রুপের উদ্যোগে ডা. মোস্তাফা হাজেরা ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বন্যাকবলিত নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখীল উপজেলার সব ইউনিয়ন পরিষদ ভবনে অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসাসেবা ও মেডিসিন বিতরণ করেছে ফাউন্ডেশনটি।
এই মেডিকেল ক্যাম্পিংয়ের মধ্যে রয়েছে বন্যায় বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত মানুষদের চিকিৎসাসেবা প্রদান এবং ওষুধ বিতরণ।
এছাড়াও প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠার পর থেকে দেশের যে কোনো দুর্যোগের সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য ফাউন্ডেশনটি আর্থিক সহযোগিতা প্রদান করেছে।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, উপদেষ্টা গোলাম মর্তুজা, জহিরুল ইসলামের নির্দেশে ফাউন্ডেশনটি আর্তমানবেতার সেবায় নিয়েজিত রয়েছে। মেডিকেল ক্যাম্পিং ও ওষুধ বিতরণের প্রোগ্রামে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন