চুয়াডাঙ্গার জীবননগরে সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়েছে। গরু ব্যবসায়ী থেকে শুরু করে নারী বাদ যায়নি কেউ।
এ সময় সড়কে ব্যারিকেড দিয়ে প্রায় ২৫-৩০টি গাড়ি থামিয়ে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ডাকাত দল। পথচারী ও গাড়িচালক কয়েকজনকে কুপিয়ে জখম করে তারা। পরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় ডাকাত দল।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সন্তোষপুর কনটেক মিলের (পোল ফ্যাক্টরি) কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের কনটেক মিলের কাছে সড়কের ওপর খেজুর গাছ ও বিদ্যুতের পোলসহ ট্রলি রেখে ব্যারিকেড দেয় ডাকাত দল। ওই ডাকাত দলে ১৫-১৬ জন ছিল। তাদের সবার মুখ গামছা ও মাফলার দিয়ে ঢাকা ছিল। এ সময় ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও গাড়িচালকদের দেশীয় অস্ত্র রাম দা ও হাসুয়া দিয়ে জিম্মি করে লুট শুরু করে। কয়েকজনকে রাম দা দিয়ে কুপিয়ে জখমও করে তারা। সবার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় ডাকাতরা।
বৃহস্পতিবার ছিল সাপ্তাহিক শিয়ালমারি পশুহাট। এ দিনকে টার্গেট করেই ডাকাত দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছিল। সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়ক দিয়ে বাড়ি ফেরা গরু ক্রেতা-বিক্রেতা কেউ বাদ যায়নি ডাকাত দলের কাছ থেকে। যার কাছে যা ছিল সর্বস্ব লুটে নিয়েছে তারা।
ডাকাত দলের অস্ত্রের আঘাতে জখম আব্দুল ওয়াহেদ নামের এক ট্রাকচালক বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হরিণাকুণ্ডু থেকে সরোজগঞ্জ-আন্দুলবাড়ীয়া হয়ে জীবননগর ফিরছিলাম। সন্তোষপুর সড়কের কনটেক মিলের অদূরে পৌঁছালে দেখতে পাই সড়কের ওপর খেজুর গাছ ও বিদ্যুতের পোলসহ ট্রলি আড়াআড়ি করে রাখা রয়েছে। আমি গাড়ি থামাতেই ১৫-১৬ জন মুখোশ পরিহিত ব্যক্তি আমাকে রাম দা দিয়ে পিঠে ও গলায় কোপ মারে। আমার হেল্পার রাজুকেও মারধর করে। পরে আমার কাছে থাকা ১৫ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে জানতে জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসানকে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি রিসিভ হয়নি।
তবে চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। কয়েকজনকে কুপিয়ে আহত করে টাকা-পয়সা নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। আমিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়েছিলাম। ডাকাত দলের সদস্যদের ধরতে আমরা কাজ শুরু করেছি।
মন্তব্য করুন