শরীয়তপুর সরকারি কলেজের বিএনসিসি ক্যাডেট মারুফ আলমের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রধান সড়ক অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট চত্বরে এসে বিচারের দাবিতে মানববন্ধন করেন। এতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। বিক্ষোভ চলাকালে পৌরসভার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে বুধবার দুপুর ১টার দিকে মারুফ তার বন্ধুদের সঙ্গে কলেজ থেকে বাড়ি ফেরার পথে পানি উন্নয়ন বোর্ডের সামনে ২০-২৫ দুষ্কৃতকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে মারুফকে জখম করলে সাধারণ শিক্ষার্থীরা তাকে সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী হাসান মাহদী বলেন, যারা আমার সহপাঠীর রক্ত ঝরিয়েছ, তাদের উপযুক্ত বিচার শরীয়তপুরের মাটিতে করতে হবে। তাদের এমন শাস্তি দিতে হবে যে, আগামীতে কেউ যেন কোনো ছাত্রের রক্ত ঝরাতে না পারে।
পুলিশ সুপার মো. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, শরীয়তপুর সরকারি কলেজের এক শিক্ষার্থী হামলার শিকার হয়েছে। এ ঘটনায় পালং মডেল থানার মামলা হয়েছে। মামলাটি বিশেষভাবে তদন্ত করা হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন