ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পটুয়াখালীর ঝাউতলা ফোরলেন ওয়াকওয়েতে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী।
ইসলামী আন্দোলনের ইতিহাস এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ১৩ জন শহীদ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হয়েছে। আমরা আজকের এই দিনে তাদের স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমরা এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের রাজনৈতিক সংগঠনকে আজীবনের জন্য বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি, কারণ এই খুনি দলের রাজনীতি করার কোনো অধিকার বাংলার জমিনে নেই।
মাওলানা আর আই এম অহিদুজ্জামান বলেন, আপনাদের আল্লাহ এমন একটি সংগঠনে নিয়ে এসেছেন যার কোনো তুলনা বাংলাদেশে নেই।
সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম রশিদী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মুহাম্মাদ হাবিবুর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা আর আই এম অহিদুজ্জামান, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মো. আনসার উল্লাহ আনসারী এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি উপাধ্যক্ষ মুহাম্মাদ জসিম উদ্দিন জাফর।
অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, বাংলাদেশ মুজাহিদ কমিটি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন