বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১২২ জনের নামে আরও একটি হত্যা মামলা

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে রিকশাচালক আব্দুল মান্নান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২২ জনের নামে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

নিহত আব্দুল মান্নানের ছেলে রানা হামিদ বাদী মামলাটি দায়ের করেন। এতে ১২২ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও অন্তত ৩০০ জনকে আসামি করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও ৫টি মামলা করা হয়। ওই ৫টি মামলার মধ্যে ৪টি হত্যা এবং একটি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

গত ৪ আগস্ট দুপুরে শহরের বড়গোলা ট্রাফিক মোড় এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনের এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আব্দুল মান্নান। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘি গ্রামের বাসিন্দা। আসামিরা ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে ত্রাস সৃষ্টি করে এবং আব্দুল মান্নানকে গুলি করে হত্যা করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলায় ওই চারজন ছাড়াও উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববিসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, আব্দুল মান্নান হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি আরও প্রায় ৩০০ জন। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন / নিজেদের স্বার্থে টিউলিপকে ব্যবহার করে লেবার পার্টি

প্রেমিকার সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে যুবককে হত্যা

ময়মনসিংহে হুমগুটি খেলায় জনতার ঢল

ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটে বিমান বন্ধের শঙ্কা, প্রবাসীদের ক্ষোভ

প্রধান উপদেষ্টার কাছে আজ সংস্কার প্রস্তাব জমা দেবে চার কমিশন

ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ!

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

ইউনিয়ন পরিষদের চেয়ার চায়ের দোকানে

দিনাজপুরে হিমেল বাতাসে কনকনে ঠান্ডা

১০

ববির লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করলেন শিক্ষার্থীরা

১১

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

১২

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই 

১৩

টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

১৪

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

১৫

শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি

১৬

চবিতে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

১৭

শিক্ষার্থীদের রাজাকার বলা শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

১৮

১৫ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

স্বেচ্ছাসেবক দল নেতা খুন, মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

২০
X