ঝিনাইদহের মহেশপুরে‘গরু চোর’ সন্দেহে গণপিটুনিতে রাশেদ শেখ (৩৮) নামে যুবক নিহত হয়েছেন। এ ছাড়াও রাজেদুল ইসলাম ও বজলুর রহমান বটু নামের আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) সকালে উপজেলার এসবিকে ইউপির ভালাইপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ শেখ উপজেলার ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। আহতরা হলেন রাশেদ শেখের আপন ভাই রাজেদুল শেখ ও বজলুর রহমান বটু একই গ্রামের মৃত আনছার শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর রাতে ভালইপুর গ্রামের সুমনের বাড়ি থেকে বাছুরসহ গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন তিন চোর। এ সময় ওই গ্রামের তহিদুল ইসলাম তাদের দেখে চিনে ফেলে এবং তাদের ধরার চেষ্টায় চিৎকার করলে তহিদুলের ঘাড়ে কোপ মেরে গরু নিয়ে পালিয়ে যায় চোরেরা। পরে আহত তহিদুলের কথা অনুযায়ী সকালে রাশেদ, রাজেদুল ও বটুকে ধরে নিয়ে যায় এলাকাবাসী। পরে তাদের ভালাইপুর প্রাইমারি স্কুলে নিয়ে গিয়ে যাওয়া হয়। সেখানে চুরির অপরাধে উত্তেজিত জনতা তাদেরকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই রাশেদ শেখের মুত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আর আহত রাজেদুল শেখ ও বজলুর রহমান বটুকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়।
মহেশপুর থানার ওসি তদন্ত ইসমাইল হোসেন বলেন, গরু চোর সন্দেহে গণপিটুনিতে রাশেদ শেখ নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন