আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎযাপন নিরাপদ করতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মণ্ডপগুলো পাহাড়ার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে খামারগ্রাম কালী মন্দির চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তবে এ ঘোষণা দেন এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা।
এ সময় তিনি বলেন, গত সরকারের শাসন আমলে আওয়ামী লীগের লোকজন নিজেরাই মন্দির ও প্রতিমা ভেঙে জামায়াত-বিএনপিকে মামলা দিয়ে হয়রানি করেছে । যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে, তাই সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় থানা এলাকার ৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুশঙ্খল এবং চাঁদাবাজি মুক্তভাবে অনুষ্ঠিত হবে। এ জন্য জামায়াতের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হবে।
মতবিনিময় সভায় বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, এনায়েতপুর থানা পূজা উৎযাপন পরিষদের সভাপতি মধু সুধন কর্মকার ও বিচিত্র পাল প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন