সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মো. হযরত আলী ও খাদিজা খাতুন নামের দুই শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়সংলগ্ন নৌকা ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. হযরত আলী (৭) উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকি পশ্চিমপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও খাদিজা খাতুন (৬) একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। তারা দুজন চাচাতো ভাইবোন।
খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম বলেন, দুই শিশু তাদের দাদার সঙ্গে দুপুরে যমুনা নদীতে গোসলে নামে। একটু পর তাদের দাদাবাড়িতে পাঠিয়ে দেয়। পরে দাদাবাড়িতে গিয়ে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে নদী পাড়ে গিয়ে তাদের পায়ের জুতা দেখতে পায়।
জুতা দেখে পরিবারের সদস্যরা ধারণা করছে, তারা নদী থেকে বাড়ি না ফিরে আবারও নদীতে গোসলে নামলে নদীতে ডুবে গেছে। বিকেলে স্বজন ও স্থানীয়রা নদীতে উদ্ধারের চেষ্টা চালায়। অনেক খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। বৃহস্পতবিার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করবে।
মন্তব্য করুন