বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গঠিত বিএনপির হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখার বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীদের একাংশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শাহপুর নতুন বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদের সভাপতিত্বে ও একই কমিটি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সজলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ।
প্রতিবাদসভায় আরও বক্তব্য রাখেন যুবদলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান টিটু, কে এম সুলতান শাহ, স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ, বাঘাসুরা ইউনিয়নের কৃষক দলের সভাপতি তাহের মিয়া। স্বেচ্ছাসেবক দলের সভাপতি অলি মিয়া। বাঘাসুরা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন, ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক দিয়ারিস মিয়া, জিয়াউর রহমান, জগদীশপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ অনেকই। বক্তারা বলেন, শিগগিরই কমিটির বাতিল না করা হলে দলের ত্যাগী নেতারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
প্রধান অতিথির বক্তব্যে মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বলেন, জুলাই মাস ছিল রক্তাক্ত বিপ্লবের মাস। ঠিক এ মাসেই বিতর্কিত সংসদ নির্বাচনে যারা প্রকাশ্যে ঈগল আর নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছে তাদের দিয়ে মাধবপুর উপজেলার বিএনপির পকেট কমিটি গঠিত হয়। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ভোট বর্জন কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের কমিটির পদ থেকে বাদ দেওয়া হয়েছে। শিগগিরই এ পকেট কমিটি বিলুপ্ত করে গণতান্ত্রিকভাবে কমিটি করার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন