গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার দায়ের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। তিন বছর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি করা হয়।
বুধবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মেজবাহ উদ্দিন চৌধুরী। এর আগে ২০২১ সালের ১৫ এপ্রিল মামলাটি দায়ের হয়। এতে নুরুর বিরুদ্ধে ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার করা মামলায় আসামি নুরুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না থাকায় আদালত আসামি নুরুল হককে মামলা থেকে অব্যাহতি দেন। শুনানির সময় বাদী ও আসামি কেউ উপস্থিত ছিলেন না।
মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০২১ সালের ২৫ এপ্রিল কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মিয়া। মামলায় রাসেল, নুরুল হক নুরুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ করেন তিনি। পরে তদন্ত শেষে ২০২২ সালের ৯ আগস্ট বাঙ্গরা বাজার থানার এসআই রনি চৌধুরী নুরুল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগ জমা দেন। এতে তিনি তদন্তে ঘটনার সত্যতা পান উল্লেখ করেন।
কিন্তু নুরুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।
মন্তব্য করুন