চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন শাহীন

দুবাই ফেরত মো. ফরিদ আহমেদ শাহীন। ছবি : কালবেলা
দুবাই ফেরত মো. ফরিদ আহমেদ শাহীন। ছবি : কালবেলা

বিদেশের মাটিতে সাজা ও জেল। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ৪৫ দিনের বন্দি জীবনে দেখা হয়নি স্বজনসহ কারও সঙ্গে। দিন যতই গড়াচ্ছিল, স্ত্রী-সন্তানসহ পরিবারের চিন্তায় ঘুম হারাম হয়ে গিয়েছিল। বিদেশের কারাগার জীবনের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি এখনো তাড়া করছে আমাকে। ভেবেছিলাম জীবনে আর দেশে ফিরতে পারব না, পরিবারের সঙ্গে কখনো হবে না সাক্ষাৎ। মহান আল্লাহর অশেষ রহমতে ও দেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা মুক্ত হয়েছি।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে এভাবেই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নাজড়িত কণ্ঠে আবেগঘন অনুভূতি কালবেলাকে প্রকাশ করেন সদ্য দেশে ফেরত আসা শাহীন।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজা মওকুফের পর গত শনিবার রাতের ফ্লাইটে ১১৪ জনের মধ্যে প্রথম ধাপে ক্ষমাপ্রাপ্ত ৫৭ জনের সঙ্গে দেশে ফেরেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর সদরের লক্ষ্মীপুর গ্রামের আলী আহমেদের ছেলে মো. ফরিদ আহমেদ শাহীন।

তিনি জানান, প্রায় ২০ বছর ধরে আইনকানুন মেনে বেশ সুনামের সঙ্গে দুবাইতে ব্যবসা করে আসছি। চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত ১৮ জুলাই দুবাইতে থাকা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরদিন ওই দেশের পুলিশ আন্দোলনরত বাঙালিদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।

তিনি আরও জানান, এ খবর দুবাইসহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে সাজাপ্রাপ্তদের পরিবারসহ আত্মীয়স্বজনের মধ্যে নানাবিধ শঙ্কা দেখা দেয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সফলতায় শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২১ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরে বিদেশের মাটিতে আন্দোলনের ফলে সাজাপ্রাপ্তদের সাজা মওকুফের বিষয়ে ইউএই সরকারকে অনুরোধ করেন বাংলাদেশ সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস। কুটনৈতিক প্রচেষ্টায় সরকারের এ অনুরোধে সাড়া দিয়ে ইউএই সরকার গত ৫ সেপ্টেম্বর আটকৃকত ১১৪ প্রবাসী বাঙালিকে বেকসুর খালাস দেয়। গত শনিবার প্রথম ধাপে আটককৃত ৫৭ জন প্রবাসী দেশে ফেরত আসেন।

তিনি বলেন, বিদেশের মাটিতে জেলে থাকা অবস্থায় পরিবারের খোঁজখবর নেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদাসহ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রতি।

এদিকে সরকারের পক্ষ থেকে দেশে ফেরত আসা প্রবাসীদের বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে ফেরত আসা প্রবাসীরা আটকের ঘটনার বিস্তারিত তুলে ধরে মিডিয়ার সামনে কথা বলেন। পরে তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো ঢাবি-বণিক বার্তার অষ্টম নন-ফিকশন বইমেলা

বড় জয়ে বিপিএল শুরু রংপুরের

ঐক্যের বন্ধন মজবুত করতে হবে : ধর্ম উপদেষ্টা

নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না : আমীর খসরু

সরকারি চাকরির আবেদন ফি পুনর্নির্ধারণ

জলাবদ্ধতা নিরসনে সবগুলো খাল খনন করা প্রয়োজন : চসিক মেয়র

আলো ছড়াচ্ছে মনিরামপুরের খামারবাড়ী পাবলিক লাইব্রেরি

তেল কম দেওয়ায় আ.লীগ নেতার ফিলিং স্টেশনকে জরিমানা

ম্যাচসেরার পুরস্কার অসুস্থ ছেলেকে উৎসর্গ মাহমুদউল্লাহর

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ সরকারের

১০

পিলখানা হত‍্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে : ড. ইউনূস

১১

পারিশ্রমিক আতঙ্কের সমাধান ‘বিসিবি’!

১২

প্যারোলেও মুক্তি মেলেনি ছেলের, জেলগেটে বাবার লাশ

১৩

নির্বাচিত সরকার না এলে দেশের সমস্যা সমাধান সম্ভব না : শামা ওবায়েদ

১৪

‘প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখতে হবে তারা জনগণের প্রভু নয়’

১৫

নীলফামারীতে তারেক রহমান / শেখ হাসিনা পালালেও সামনে আরেকটি বড় যুদ্ধ

১৬

পিলাখানা হত‍্যকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি

১৭

সাংবাদিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং’র মতবিনিময়

১৮

টঙ্গীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

১৯

নাটোরে ৯ ইটভাটাকে ২৮ লাখ টাকা জরিমানা

২০
X