রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে স্কুলের রাস্তা পুনঃরুদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ রাস্তা উদ্ধার। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ রাস্তা উদ্ধার। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার অন্যতম একটি রাস্তা জোরপূর্বক দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল। এতে কোমলমতি শিক্ষার্থীদের অনেকটা পথ ঘুরে একটি কবরস্থানের মধ্য দিয়ে স্কুলে যেতে হতো। এতে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের।

অবশেষে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাণীশংকৈল উপজেলার বৈষম্যবিরোধী ছাত্রসমাজ, এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বন্ধ রাস্তাটির সীমানা বের করা হয়। এ সময় ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার একজন সার্ভেয়ার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পরে রাস্তা বন্ধে অভিযুক্ত মালেক মাস্টার নিজে উপস্থিত থেকে কাগজপত্র করে দেন। এ ছাড়াও শিগগিরই এলাকাবাসী সেচ্ছায় শ্রম দিয়ে রাস্তাটি ভালোভাবে নির্মাণ করে দেবেন বলে জানিয়েছেন।

জানা গেছে, ওই স্কুলের জমিদাতা মালেক মাস্টার ও তার ভাই স্কুল থেকে মূল সড়কে যাওয়ার রাস্তটি নিজের জমি দাবি করে বন্ধ করে চাষাবাদ করে আসছিলেন। এতে করে দীর্ঘদিন যাবত শিক্ষার্থীদের স্কুলে যেতে চরম সমস্যা হচ্ছিল।

স্কুলটির প্রধান শিক্ষক নারগিস বানু বলেন, ‘তিন বছর ধরে এ রাস্তার জন্য লড়াই করে আসছি। আদালত দলিলমূলে স্কুলের পক্ষে রায় দিলেও দখলকারীরা জোরপূর্বকভাবে রাস্তা বন্ধ রেখে তাতে চাষাবাদ করতেন। এতে করে দূরের পথ পাড়ি দিয়ে স্কুলে আসতে হতো। তাই ধীরে ধীরে স্কুলের ছাত্র-ছাত্রী কমে যাওয়া শুরু করে। রাস্তাটি পেয়ে স্কুলের বাচ্চারা খুব উপকৃত হলেন।’

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন বলেন, রাস্তাটি স্কুলটির জন্য খুব জরুরি ছিল। এটি জোরপূর্বক দখল করে রাখা হয়েছিল। এলাকাবাসী ও সাধারণ ছাত্ররা স্থানীয় প্রশাসনের সহায়তায় এটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের দূরের পথ পাড়ি দিয়ে স্কুলে যাওয়ায় তাদের বহুদিনের কষ্ট দূর হলো।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে আমি নিজে সরেজমিন পরিদর্শন করেছি। দলিল মূলে স্কুল থেকে মূল রাস্তা পর্যন্ত ৫ ফুট প্রস্থ রাস্তা ছেড়ে দেওয়ার কথা দলিলে উল্লেখ আছে। বুধবার বিকেলে এসিল্যান্ড আর্নিকা আক্তার, সার্ভেয়ার ও বৈষম্যবিরোধী ছাত্রদের ঘটনাস্থলে পাঠানো হয়। এসিল্যান্ড রাস্তাটি বের করে দিয়েছে। ওই রাস্তা দিয়ে শিক্ষার্থীদের স্কুলে যেতে আর কোনো সমস্যা নেই বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন বহু যাত্রী

চাল ধোয়া পানিতে লুকিয়ে আছে স্কিনের আসল রহস্য

দুই নৌরুটে ফেরি চলাচল শুরু

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা

কসবায় উদ্ধার করা মর্টারশেলের বিস্ফোরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত ১

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কোন কোন বিভাগে বৃষ্টি হবে জানাল আবহাওয়া অফিস

যৌথ বাহিনীর অভিযানে নারী মাদককারবারি গ্রেপ্তার

১০

শীতে অসুস্থ হতে না চাইলে খেতে পারেন এই সুপারফুডগুলো

১১

কম্পিউটার মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়াল ওয়ালটন

১২

সকালে হালকা গরম পানি খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?

১৩

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

১৪

ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করা হয় কল্পনাকে : পুলিশ

১৫

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১৬

আহ্ছানিয়া মিশনে চাকরির সুযোগ

১৭

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে

১৮

দেশীয় সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে জাসাস : মীর হেলাল

১৯

টিভিতে আজকের খেলা

২০
X