চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনারের (ডিসি) ১৩ পদে রদবদল করা হয়েছে। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানান তিনি। সোমবার (৯ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে।
আদেশে সিএমপি উপপুলিশ কমিশনার (পিওএম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সালাম কবিরকে উপপুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট), উপপুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে উপপুলিশ কমিশনার (পশ্চিম), উপপুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মোখলেছুর রহমানকে উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) নিষ্কৃতি চাকমাকে উপপুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম), উপপুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. তারেক আহম্মেদকে উপপুলিশ কমিশনার (সরবরাহ)।
এ ছাড়া উপপুলিশ কমিশনার (সরবরাহ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মুহাম্মদ ফয়সাল আহম্মেদকে উপ-পুলিশ কমিশনার (উত্তর), উপপুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এনএম নাসিরুদ্দিনকে উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স), উপপুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর), উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মাহবুব আলম খানকে উপপুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), উপপুলিশ কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ানকে উপ-পুলিশ কমিশনার (পিওএম) ও উপপুলিশ কমিশনার (ডিবি-উত্তর) কবীর আহম্মেদকে উপপুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) পদে পদায়ন করা হয়েছে।
মন্তব্য করুন