ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুট

নছিমনে করে লুট করা চাল নিয়ে যাচ্ছে সাবেক চেয়ারম্যান মো. মিন্নুর লোকজন। ছবি : কালবেলা
নছিমনে করে লুট করা চাল নিয়ে যাচ্ছে সাবেক চেয়ারম্যান মো. মিন্নুর লোকজন। ছবি : কালবেলা

যশোরের ঝিকরগাছায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুট করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সাবেক চেয়ারম্যানসহ ১২ জনের নাম উল্লেখসহ ২০০/২৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ডিলার হাসান আলী।

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মিন্নুর নেতৃত্বে এই চাল লুটের অভিযোগ এনেছেন হাড়িয়া নিমতলা গ্রামের ডিলার হাসান আলী।

অভিযুক্তরা হলেন নাভারণ পুরাতন বাজার গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিন্নু (৫০), হাড়িয়া গ্রামের নিকারী খলিল (৫৫), আ. রহিমের ছেলে অসিম (৪০), কিতাব আলীর ছেলে জাহিদ (২৬), বায়সা গ্রামের তরিকুল (৪৫), নাহিদ (৪০), মিলন (৪৫), আব্দুল মজিদের ছেলে শরিফুল (৫০), মতিয়ারের ছেলে হাফিজুর (৫০), চাঁন্দেরপোল গ্রামের আ. রহমানের ছেলে মিজান (৪৫), আসাকের ছেলে সোহাগ ডাক্তার (৪৮) ও বেড়ারুপানি গ্রামের মহব্বতের ছেলে ফন্টু (৪৫)।

অভিযোগে হাসান আলী উল্লেখ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকার পতনের পরে সাবেক চেয়ারম্যান মিন্নু তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বিভিন্নভাবে তিনি হুমকি দিয়ে আসছিলেন।

সোমবার মিন্নুর নেতৃত্বে আসামিরা নছিমন ও মোটরসাইকেল যোগে হাতে রামদা, চাইনিজ কুড়াল, হকিষ্টিক, পিস্তলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডিলার পয়েন্টে আসে। এ সময় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডিলার পয়েন্ট (গোডাউন)-এর শার্টারের তালা ভেঙ্গে ১৬ টন চাল লুট করে নিয়ে যায়। এ ছাড়া নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

ডিলার হাসান আলী বলেন, চাল লুট হওয়ার একদিন পরে ঝিকরগাছা থানায় অভিযোগ করে করেছি। সেনাবাহিনী এবং পুলিশের লোক ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি বিএনপির লোকজনের ভয়ে কোনো কিছু বলতে পারছি না।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, তারা ২০০/২৫০জন মোটরসাইকেলে ডিলার পয়েন্টে এসে তালা ভেঙ্গে নছিমন, ইজিবাইক ও ভ্যানে করে চাল এবং প্রতিষ্ঠানের সাইনবোর্ড নিয়ে গেছে। এ ছাড়া টেবিল চেয়ার ভেঙে দিয়ে গেছে।

জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিন্নু বলেন, আমরা রাজনীতি করি। আমার বিরুদ্ধে অভিযোগ হতেই পারে। অভিযোগের ওপর তদন্ত করে প্রশাসন ব্যবস্থা নিবে। তবে এ ঘটনায় আমি জড়িত নই।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান বলেন, উত্তোলন করা ৫৪৪ বস্তার মধ্যে ডিলার হাসান আলীর গোডাউনে ২৩৯ বস্তা চাল মজুদ রয়েছে। অবশিষ্ট ৩০৫ বস্তা চাল লুট হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৪৪ জন ভোক্তার মাঝে ডিলারকে চাল বুঝিয়ে দিতে হবে।

ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহিম আলী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধার-দেনা করে আলু চাষ, লাভের বদলে কাঁধে ঋণের চাপ

যে শঙ্কায় পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে

সরাইলে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা 

ভৈরবে আ.লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

আন্দোলন-ধর্মঘটে ‘কার্যত অচল’ রাবি, ব্যাহত শিক্ষার পরিবেশ

রাজবাড়ীতে জমি বন্ধক নিয়ে গাঁজা চাষ, চাষি আটক

টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ তদন্ত প্রতিবেদনে যা ছিল

১০

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

১১

ভারত থেকে এলো ২৪৫০ টন চাল

১২

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল দুই কারখানা

১৩

উপসচিব বিতর্ক এবং আন্তঃক্যাডার বৈষম্যের বাস্তবতা 

১৪

কিশোরগঞ্জে হাসপাতালে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

১৫

আবারও আসছে শৈত্যপ্রবাহ

১৬

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী মালদ্বীপের পাসপোর্ট

১৭

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

১৮

দূষণ ও জলবায়ু পরিবর্তন দাবানলকে ভয়াবহ করছে আরও

১৯

ধুম ৪-এ রণবীর

২০
X