নড়াইলের লোহাগড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের গুলি-হামলা-মারধরের অভিযোগে সাবেক এসপি সাদিরা খাতুন, তৎকালীন ওসি নাসির উদ্দিন, ওসি তদন্ত হারান চন্দ্র পালসহ ৩৪ জনের বিরুদ্ধে লোহাগড়া আমলি আদালতে মামলা করা হয়েছে। লোহাগড়া উপজেলার পারশালনগর গ্রামের মনির হোসেনের ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে গত সোমবার মামলাটি করেন।
বাদীর আইনজীবী রিয়াজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১০ সেপ্টম্বর) দুপুরে আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন মামলাটি তদন্তের জন্য পিবিআই যশোরকে নির্দেশ দেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে লোহাগড়া চৌরাস্তা থেকে একটি মিছিল শুরু হয়ে মধুমতি আর্মি ক্যাম্পের কাছে পৌঁছালে পুলিশ সুপার সাদিরা খাতুনসহ ছয় পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা জোটবদ্ধ হয়ে মিছিলের ওপর গুলি, লাঠি চার্জ করাসহ হামলা চালিয়ে আহত করে।
এ সময় নেতাকর্মীরা বিএনপি নেতা সেলিত কাজীর বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলা চালিয়ে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে বলেও অভিযোগ করা হয়।
মন্তব্য করুন