ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে বাড়ি পাশে তুহিন আহমেদ নামে এক বালু শ্রমিকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। নিহতের পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে সহকর্মীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর রাত ২টায় ঝুলন্ত লাশ পাওয়া যায়।

তুহিন আহমেদ (২২) ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বালু শ্রমিক তুহিন গত রোববার আরও পাঁচজনকে নিয়ে এক ট্রাক বালু সরবরাহ করেন। পারিশ্রমিক বাবদ দুই হাজার ২০০ টাকা ছয়জনের মধ্যে বণ্টন হওয়ার কথা ছিল। কিন্তু তুহিন সেই টাকা একাই খরচ করে ফেলে।

এ নিয়ে সোমবার রাত ৯টার দিকে বাড়ির কাছে নওপাড়া মোড়ে সহকর্মী হারেছ মিয়া, মনির মিয়া, আনোয়ারুল ইসলাম, মনির হোসেন ও রাকিব মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই সময় তুহিন তাদের জানিয়েছিল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) টাকা দিয়ে দেবে।

কিন্তু অন্যরা মানতে চাচ্ছিল না। সে সময় স্থানীয় লোকজন বিষয়টি সমাধান করে দেয়। এরপর তুহিন বাড়িতে চলে আসলে রাত ১০টার দিকে ফের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ২টার দিকে বাড়ির পাশে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

তুহিনের স্ত্রী আকলিমা আক্তার বলেন, রাত ১০টার দিকে বাড়ি থেকে আমার স্বামীকে ডেকে নিয়ে যায়। ভেবেছিলাম বাড়িতে চলে আসবে। কিন্তু রাত বাড়তে শুরু করলেও আর বাড়ি ফেরেনি। পরে আমরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশে লাশ পাই।

তুহিনের চাচা রবিকুল ইসলাম বলেন, আত্মহত্যা করলে পা মাটিতে লাগানো থাকত না। আমার ভাতিজাকে হত্যার পর লাশ ঝুঁলিয়ে রাখা হয়েছে। এর আগে ২ হাজার ২০০ টাকা নিয়ে তুহিনের সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল। এর জেরেই বাড়ি থেকে ডেকে নিয়ে আমার ভাতিজাকে হত্যা করেছে।

তিনি বলেন, তুহিনের লাশ পাওয়ার পর পাঁচ যুবকের বাড়িতেই আমরা গিয়ে তাদের খোঁজ করি। কিন্তু কাউকে পাওয়া যায়নি। তারা যদি হত্যাকাণ্ড না ঘটাতো তাহলে অবশ্যই এলাকাতেই থাকতো। ভাতিজা হত্যার বিচার চাই।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহালে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কাজের টাকা খরচ করে ফেলায় সহকর্মীদের সঙ্গে সোমবার সন্ধ্যার পর হাতাহাতি হলেও পরে স্থানীয় লোকজন মিটমাট করে দেয়।

তিনি বলে, পরবর্তীতে আবার ডেকে নিয়ে যাওয়ার কথা বলছে পরিবার। যারা ডেকে নিয়েছে দাবি করা হচ্ছে তাদের খোঁজ করে এলাকায় পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আপাতত একটি অপমৃত্যু মামলা করেছে নিহতের বাবা মোবারক হোসেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধার-দেনা করে আলু চাষ, লাভের বদলে কাঁধে ঋণের চাপ

যে শঙ্কায় পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে

সরাইলে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

মানিকগঞ্জে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা 

ভৈরবে আ.লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

আন্দোলন-ধর্মঘটে ‘কার্যত অচল’ রাবি, ব্যাহত শিক্ষার পরিবেশ

রাজবাড়ীতে জমি বন্ধক নিয়ে গাঁজা চাষ, চাষি আটক

টিউলিপের বিরুদ্ধে ব্রিটিশ তদন্ত প্রতিবেদনে যা ছিল

১০

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন

১১

ভারত থেকে এলো ২৪৫০ টন চাল

১২

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল দুই কারখানা

১৩

উপসচিব বিতর্ক এবং আন্তঃক্যাডার বৈষম্যের বাস্তবতা 

১৪

কিশোরগঞ্জে হাসপাতালে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

১৫

আবারও আসছে শৈত্যপ্রবাহ

১৬

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী মালদ্বীপের পাসপোর্ট

১৭

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

১৮

দূষণ ও জলবায়ু পরিবর্তন দাবানলকে ভয়াবহ করছে আরও

১৯

ধুম ৪-এ রণবীর

২০
X