রংপুরের পীরগাছার কান্দিরহাটে ব্যক্তি মালিকানাধীন দোকান থেকে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ উঠেছে হাট ইজারাদার সাব্বির আহমেদ রাব্বির বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে নিয়ম বহির্ভূতভাবে তিনি প্রায় শতাধিক দোকান থেকে টোল আদায় করে আসছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী দোকান মালিকরা।
নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, ইজারাদার সাব্বির আহমেদ রাব্বী স্থানীয় প্রভাবশালী হওয়ায় অনিয়ম জেনেও কেউ প্রতিবাদ করেন না। কেউ টোল দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হয়। তাই ঝামেলা এড়াতে অনেকটা বাধ্য হয়েই তারা ইজারাদারকে সপ্তাহে ২ দিন ১০-১৫ টাকা করে টোল দেন। এই টোল আদায়ের কোন রশিদও ব্যবসায়ীদের দেওয়া হয় না। তবে যারা একটু প্রভাবশালী ব্যবসায়ী তাদের কাছে ওই ইজারাদার টোল আদায় করতে পারেন না।
তারা আরও জানান, তারা সরকারকে নিয়মিতভাবে জমির কর-খাজনা পরিশোধ করেন। বাজারের পরিষ্কার-পরিছন্নতা ও নিরাপত্তার জন্য প্রতিদিন ১০ টাকা করেও প্রদান করেন। তারা তো সরকারি জমিতে দোকান দেননি। তাহলে ইজারাদার কেন টোল আদায় করবে। তারা এই অবৈধ টোল আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে ইজারাদার সাব্বির আহমেদ রাব্বি কালবেলাকে একেকবার একেক কথা জানান। তিনি একবার জানান, আগে থেকেই তিনি দেখে আসছেন ইজারাদাররা ব্যক্তি মালিকানাধীন দোকান থেকেও টোল আদায় করেছেন। তারই ধারাবাহিকতায় তিনিও টোল নিচ্ছেন।
আরেকবার জানান, তিনি এক বছরের জন্য হাট ইজারা নিয়েছেন। কারও কাছ থেকে তিনি জোর করে টোল আদায় করেন না। যারা স্বেচ্ছায় দেন তাদের কাছ থেকে তিনি টোল নেন, যারা দেন না তাদের কাছে নেন না। তিনি ব্যক্তি মালিকানাধীন দোকান থেকে কোন টোল আদায় করেন না বলেও জানান।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যক্তি মালিকানাধীন দোকান থেকে ইজারাদারের টোল আদায়ের কোনো সুযোগ নেই। আমরা অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। ব্যক্তি মালিকানাধীন দোকান মালিকরা কেউ যেন টোল না দেয়।
মন্তব্য করুন