ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের ওড়না মাথায় পেঁচিয়ে আন্দোলনে যান শ্রাবণ, অতঃপর...

আন্দোলনে নিহত শ্রাবণ। ছবি : সংগৃহীত
আন্দোলনে নিহত শ্রাবণ। ছবি : সংগৃহীত

মায়ের লাল ওড়না মাথায় পেঁচিয়ে, মায়ের দোয়া নিয়ে আন্দোলনে যান শ্রাবণ। নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করলেন। মা-বাবা হারাল তাদের বুকের ধন। শ্রাবণের স্বপ্ন ছিল প্রথম রোজগার করে মা-বাবা ও নানিকে হজ করাবেন। উচ্চশিক্ষার জন্য আমেরিকা গিয়ে ডিগ্রি অর্জন করবেন। বিদেশ গিয়ে পরিবারের হাল ধরবেন শ্রাবণ- ছিল এমনই আশা।

পরিবারের সেই আশা দুঃস্বপ্ন হয়ে গেল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ফেনী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছাত্র সৈয়দ ইশতিয়াক আহমেদ শ্রাবণ।

ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডের গাজীক্রস রোডের দোস্ত মোহাম্মদ ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়িতে ২০০৪ সালের ১৬ ডিসেম্বর জম্ম হয় শ্রাবণের। ২০২২ সালে ফেনী সরকারি পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ২০২৪ সালে ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৭টি পরীক্ষায়ও অংশগ্রহণ করে। তিন ভাই-বোনের মধ্যে শ্রাবণ সবার বড়। মেজ বোন উসাইমা ইয়াকিন (১৪) অষ্টম শ্রেণিতে পড়ে ও ছোট বোন আকসা ইয়াকিন (২)। বাবা নেছার আহম্মদ বেসরকারি চাকরিজীবী। মা ফাতেমা আক্তার গৃহিণী।

জানা যায়, আন্দোলনের শুরু থেকেই শ্রাবণ সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। ঘটনার দিন ৪ আগস্টও সকাল থেকে তারা আন্দোলনকারীদের সঙ্গে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেন। দুপুর আনুমানিক ২টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে চারদিক ঘেরাও করে নিরস্ত্র ছাত্রদের ওপর গুলি করতে থাকে। আটটি গুলি এসে বিঁধে শ্রাবণের বুকে-পিঠে, কানে ও একটি হাতে। পরে কয়েকজন মিলে তাৎক্ষণিক শ্রাবণকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এরপর হাসপাতাল থেকে লাশ নিয়ে ফেনী পৌর শহরের ৭নং ওয়ার্ডে বাসায় ফিরে এলে দ্রুত সময়ের মধ্যে লাশ দাফন করতে বারবার চাপ প্রয়োগ করা হয়। পরে অল্প সময়ের মধ্যে স্থানীয় অচিন গাছতলায় তার নানা বাড়ির সামনে প্রথম জানাজা, পরে ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে তার দাদাবাড়ির নিকটবর্তী পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এ ঘটনায় মাসুদের মা ফাতেমা আক্তার ফেনী-২ সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করে ১০৫ জনের নামোল্লেখ করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

শ্রাবণের বাবা নেছার আহমেদ বলেন, আমি কীভাবে থাকব। সময় যত যাচ্ছে কষ্ট যেন আমার বুকে পাথর হয়ে আরও বড় হচ্ছে। আমার সন্তানের জন্য গ্রামে না থেকে শহরের ভাড়া বাসায় থেকে তাদের পড়ালেখা করিয়ে মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন বুনেছি।

শ্রাবণের মা ফাতেমা আক্তার বলেন, আমার লাল ওড়না মাথায় পেঁচিয়ে আন্দোলনে যায় শ্রাবণ। তাকে নরপিশাচরা বুকে-পিঠে, কানে, হাতে আটটি গুলি মেরে হত্যা করে। মৃত্যুর সময় কত কষ্ট পেয়েছে আমার শ্রাবণ। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাসা থেকে নারী চিকিৎসককে অপহরণ

ফেনীতে সব ধরনের ডিজিটাল বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশ

শেষ হলো ঢাবি-বণিক বার্তার অষ্টম নন-ফিকশন বইমেলা

বড় জয়ে বিপিএল শুরু রংপুরের

ঐক্যের বন্ধন মজবুত করতে হবে : ধর্ম উপদেষ্টা

নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না : আমীর খসরু

সরকারি চাকরির আবেদন ফি পুনর্নির্ধারণ

জলাবদ্ধতা নিরসনে সবগুলো খাল খনন করা প্রয়োজন : চসিক মেয়র

আলো ছড়াচ্ছে মনিরামপুরের খামারবাড়ী পাবলিক লাইব্রেরি

তেল কম দেওয়ায় আ.লীগ নেতার ফিলিং স্টেশনকে জরিমানা

১০

ম্যাচসেরার পুরস্কার অসুস্থ ছেলেকে উৎসর্গ মাহমুদউল্লাহর

১১

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ সরকারের

১২

পিলখানা হত‍্যাকাণ্ডের সব তথ্য প্রকাশ করা হবে : ড. ইউনূস

১৩

পারিশ্রমিক আতঙ্কের সমাধান ‘বিসিবি’!

১৪

প্যারোলেও মুক্তি মেলেনি ছেলের, জেলগেটে বাবার লাশ

১৫

নির্বাচিত সরকার না এলে দেশের সমস্যা সমাধান সম্ভব না : শামা ওবায়েদ

১৬

‘প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখতে হবে তারা জনগণের প্রভু নয়’

১৭

নীলফামারীতে তারেক রহমান / শেখ হাসিনা পালালেও সামনে আরেকটি বড় যুদ্ধ

১৮

পিলাখানা হত‍্যকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি

১৯

সাংবাদিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং’র মতবিনিময়

২০
X