খুলনায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর বয়রা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাব্বি, আশরাফুল ও মামুন। পরে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
রাব্বির মামা আব্দুল বারেক মোবাইল ফোনে জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। তিনি শুনেছেন সকালে কাজ করতে গিয়ে কর ভবন থেকে রাব্বিসহ ৩ জন পরে মারা গেছেন। ওরা তিনজন কর ভবনে রডমিস্ত্রির কাজ করছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা মহিলা কলেজের সামনে কর ভবনের ১০ তলার নির্মাণাধীন কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যায় শ্রমিকরা। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা মিলে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯ টার দিকে রাব্বি, আশরাফুল ও মামুনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তিনজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে আছে। নির্মাণাধীন ভবনে কোনো সেফটি গার্ডের ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে পুলিশ।
সোনাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে রড মিস্ত্রিরা কর ভবনের নির্মাণ কাজ করছিলেন। অসাবধানতাবশত ভবনটি থেকে পড়ে তিন জনের মৃত্যু হয়। নিহতদের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন