বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আপনারা (আ.লীগ) আমাদের দল জামায়াতে ইসলামী এবং ইসলামি ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন। এসবের দায়ে দেশে প্রচলিত আইন এবং জনগণের আদালতের রায়ে বিচারের মুখোমুখি হয়ে শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত কোনো ক্ষেত্রে বাংলাদেশের মাটিতে তাদের গণহত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, গুলি করার রাজনীতি, গুম খুনের রাজনীতি, আয়নাঘরের রাজনীতি বাংলাদেশের জনগণ আপনাদের আর করতে দেবে না।
গতকাল সোমবার বন্যাকবলিত নোয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। প্রায় দেড় যুগ পর জেলা শহরে অনুষ্ঠিত জামায়াতের এ পথসভা রূপ নেয় বিশাল জনসভায়। এদিন ভোর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণের ঢল নামে মাইজদী পৌর বাজার সংলগ্ন সড়কে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায়-কানায় ভরে যায় সড়কের আশপাশের খালি স্থান। হাজার-হাজার জনগণ সড়কেই বসে পড়ে নেতৃবৃন্দের বক্তব্য ও নিদের্শনা শুনতে। পরে সকালে মাইজদী পৌর বাজার সংলগ্ন সড়কে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. শফিকুল ইসলাম মাসুদ। নোয়াখালী শহর আমির মাওলানা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ মায়াজের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য ড. মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. দেলোয়ার হোসাইন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সায়েদ মোহাম্মদ সুমন, জেলা সেক্রেটারি হাবিবুর রহমান আরমান প্রমুখ।
মন্তব্য করুন