বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের সদস্য হলেন হিন্দু সম্প্রদায়ের ৩ যুবক। গত রোববার তারা সদস্য হন বলে জানান যুব আন্দোলনের জেলার নেতা এইচএম সানাউল্লাহ। তিনি জানান, ইসলামী আন্দোলনের কার্যক্রমকে ভালোবেসে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় সদস্য হয়েছেন সঞ্জয় বিশ্বাস, বাঁধন বিশ্বাস ও অনিক বাড়ৈ।
উপজেলার রাজিহার ইউনিয়নে ইসলামী আন্দোলনের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে দুই শতাধিক নতুন সদস্য হন। এর মধ্যে তিনজন হিন্দু ধর্মাবলম্বী যুবক নিজ ইচ্ছায় সদস্য হন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সংগ্রহের টিমে ছিলেন আগৈলঝাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি রাসেল সরদার মেহেদী ও ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি নাসির শাহ।
মন্তব্য করুন