অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হিজলদী সীমান্তের মেইন পিলার ১৬ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়ার মেয়ে মোছা. মরিয়ম আক্তার জুলি (১৫), শেরপুর জেলার নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মো. মনির হোসেনের মেয়ে মোছা. মনিকা খাতুন (২১) ও মোছা. রিতু আক্তার সুমাইয়া (১৫)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের আওতাধীন হিজলদী বিওপির একটি টহল দলের সদস্যরা সোমবার বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর এলাকা থেকে তিন নারীকে আটক করেন। দালালের মাধ্যমে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। হিজলদী বিওপির হাবিলদার তিমথি চাকমার নেতৃত্বে তাদের আটক করা হয়।
সাতক্ষীরার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন