ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতা মাঠে নেমেছিল, তারা বিজয় অর্জন করে ঘরে ফিরেছেন

ফেনীতে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল
ফেনীতে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল

ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এ দেশ স্বাধীন করেছে। গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের পর দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, স্বাচ্ছন্দ্যে বসবাস করছে। আমাদের দ্বিতীয়বারের মতো অর্জিত স্বাধীনতা যারা নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র করছে তাদের এ দেশের ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এ স্বাধীনতাকে ব্যর্থ করার কোনো ষড়যন্ত্র হতে দেব না। ছাত্র-জনতা মাঠে নেমেছিল তারা বিজয় অর্জন করে ঘরে ফিরেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছর বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি মনে করে ১৮ কোটি মানুষকে সেবাদাস হিসেবে পরিণত করেছিল। এর পাশাপাশি দেশে তারা হত্যা, নির্যাতন, গুম, খুন, লুটপাট, বিদেশে বেগম পাড়ায় ঘরবাড়ি করা, আয়নাঘর করে নিরাপরাধ মানুষকে অবর্ণনীয় নির্যাতন চালিয়ে বাংলাদেশকে ভস্মীভূত করতে চেয়েছিল।

১৪ বছর পর গত রোববার বিকেলে ফেনী শহর জামায়াতের উদ্যোগে ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, এ দেশের যৌক্তিক আন্দোলন দমিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার গুম, খুন, হত্যা, নির্যাতন চালিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ দেশের মানুষ একাত্মতা ঘোষণা করে ঝাঁপিয়ে পড়েছিল। ছাত্র-জনতা স্বৈরাচারী সরকারবিরোধী আন্দোলন সফল করে বিজয় এনেছে। স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৫ আগস্টের পর যারা দখলবাজি, অগ্নিসংযোগ ও লুটপাট করার চেষ্টা করেছে তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি সবাইকে কারও পাতানো ফাঁদে পা না দিতে নিষেধ করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, নতুন বাংলাদেশে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে মাজলুম জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ স্বাধীনতাকে ব্যর্থ করতে কেউ যদি ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করতে আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি।

ফেনী শহর জামায়াতের আমির মো. ইলিয়াছের সভাপতিত্বে ও জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন- কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মানিক, শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন, শহর ছাত্রশিবিরের সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা জামায়াতের আমির একেএম শামছুদ্দীন, সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে জামায়াতের নেতারা ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে ফেনীর দাগনভূঞা উপজেলা সদর ও সিলোনিয়া বাজারে পথসভায় অংশ নেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে যেসব কথা বললেন মোদি

বীর মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে দাওয়াত দিয়ে এনে জামাইকে গণধোলাই

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন মোদি

হাওরের গাছে ঝুলছিল সবজি বিক্রেতার লাশ 

‘আমার সব শেষ হয়ে গেল’

আট সন্তান থাকতেও ৯০ বছরের বৃদ্ধার জায়গা খোলা আকাশের নিচে

চুরি করতে গিয়ে পোশাক ও ছবি ফেলে গেল চোর

মা-বাবা, দুই বোনের পর চলে গেলেন প্রেমাও

ট্রাম্পের শুল্কারোপ / শত বছরের বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন

১০

ড. ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক 

১১

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

১২

বাংলাদেশে ইসলামি চরমপন্থা নিয়ে প্রেস সচিবের পোস্ট

১৩

আগে ছিলেন আ.লীগ নেতা, বিএনপিতে পেলেন সদস্যসচিবের পদ

১৪

জনবসতিহীন পেঙ্গুইন দ্বীপে ট্রাম্পের শুল্কারোপ

১৫

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস

১৬

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৭

হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির

১৮

আসিয়ান সদস্যপদের জন্য থাই বিশিষ্টজনদের সমর্থন চাইলেন ড. ইউনূস

১৯

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

২০
X