ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ছুরি দেখিয়ে ঠিকাদারের কাছে যুবলীগ কর্মীর চাঁদা দাবি

গ্রেপ্তার যুবলীগ কর্মী কবির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
গ্রেপ্তার যুবলীগ কর্মী কবির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

ভোলা সদর উপজেলায় ধারালো ছুরি দেখিয়ে এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে মো. কবির হোসেন নামের এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হলে অভিযুক্ত কবিরকে ধারালো ছুরিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে ছুরিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মো. কবির হোসেন ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রিজার্ভ পুকুর পাড় এলাকার আব্দুল আজিজ শেখের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের কর্মী।

মামলার বাদী ঠিকাদার জুলফিকার আহমেদ মামলার এজাহারে উল্লেখ করেন, ঠিকাদারি কাজ করার সময় কবির হোসেন যুবলীগ কর্মী পরিচয়ে তার কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। কিন্তু তাকে চাঁদা না দেওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে মালামাল নিয়ে যায় কবির। এ নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় ব্যক্তিদের জানালেও কোনো কাজ হয়নি। সম্প্রতি আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর তার কাছে পুনরায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে কবির।

তার দাবিকৃত চাঁদা না দেওয়ায় শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সদর রোডের কর্মকার ফার্মেসির সামনে প্রকাশ্যে একটি ধারালো ছুরি দেখিয়ে চাঁদা দাবি করেন। একপর্যায়ে কবিরের হাতে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করতে আসলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কবির তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

জুলফিকার আহমেদ বলেন, ভোলা পৌরসভার সাবেক মেয়র মো. মনিরুজ্জামানের ছত্রছায়ায় যুবলীগের দাপট দেখিয়ে শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল কবির। তার বিরুদ্ধে মাদকসেবনসহ মাদক বিক্রিরও একাধিক অভিযোগ ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরও তার এ সকল অপকর্ম বন্ধ হয়নি। প্রাণ রক্ষায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা করি। সন্ধ্যার পর পুলিশ অভিযান চালিয়ে ছুরিসহ তাকে গ্রেপ্তার করে।

ভোলা সদর মডেল থানার ওসি মো. মিজানুর রহমান পাটওয়ারী কালবেলাকে বলেন, ঠিকাদার জুলফিকার আহমেদের দায়ের করা মামলায় অভিযুক্ত মো. কবির হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ধারালো একটি ছুরি জব্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে জাসাস : মীর হেলাল

টিভিতে আজকের খেলা

টাঙ্গাইলে আ.লীগ নেতা গ্রেপ্তার

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২২ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২২ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : জোনায়েদ সাকি

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

জামালপুরে উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাকৃবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৬ জানুয়ারি

১০

চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

ধানমন্ডি লেকে চিলড্রেন ওয়াচের পরিচ্ছন্নতা কর্মসূচি

১২

ফুলবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৩

নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শৈশবের বার্তা দিতে ময়মনসিংহে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা

১৪

কালবেলার কুমিল্লা ব্যুরো প্রধান দিলিপ মজুমদারের মা মারা গেছেন

১৫

ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন অপরাধে রাবির ১৮ শিক্ষার্থী বহিষ্কার

১৬

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের আহ্বান

১৭

কিশোর বয়সে প্রেম ও বিয়ে, অতঃপর যা ঘটল

১৮

বিজিএমইএ প্রশাসকের সাথে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি ১০ ফেব্রুয়ারির মধ্যে পাওয়া যাবে 

২০
X