সারাদেশে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে যে সমস্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল বর্তমান সরকার সেসব অস্ত্রের লাইসেন্স বাতিল করে জমা দেওয়ার নির্দেশ দেন।
হবিগঞ্জেও যে সব বেসামরিক জনগণকে লাইসেন্সকৃত অস্ত্র দেওয়া হয়েছিল সেসব অস্ত্রের মধ্যে সরকারের নির্ধারিত সময়ের ভেতরে ২৭৭টি আগ্নেয়াস্ত্র জমা হয়েছে। তবে এখনো ৩১টি অস্ত্র জমা পড়েনি বলে জানা গেছে।
২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া এসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গত ৩ সেপ্টেম্বর স্থগিত করে একটি আদেশ জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রভাংশু সোম মহান বলেন, নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জের ৯ উপজেলায় বিভিন্ন বেসামরিক জনগণকে লাইসেন্সের বিপরীতে দেওয়া অস্ত্রগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট থানাগুলোতে জমা পড়েছে। তবে বাকি থাকা ৩১টি লাইসেন্সে ইস্যুকৃত অস্ত্রগুলো সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক খান বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী বেশিরভাগ আগ্নেয়াস্ত্রই জমা পড়েছে। আর যেগুলো এখনো জমা দেওয়ার বাকি রয়েছে সেই অস্ত্রগুলোর ব্যাপারেও কাজ চলছে।
মন্তব্য করুন