কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় মো. মাসুম মিয়া ও মো. হাসান মিয়া নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই কুমিল্লা ইপিজেডের ওয়েজিং বিডি ইন্ডাস্ট্রিজ নামের একটি চায়না প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।
রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকার ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. মাসুম হোসেন ইপিজেড ওয়েজিং বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেক টেকনিশিয়ান এবং হাসান মিয়া ওই প্রতিষ্ঠানের মেটাল ব্রাঞ্চের ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠানটি ছুটি হয়। পরে দুজনে মোটরসাইকেলে করে বাসার দিকে যাচ্ছিলেন। রাত নটার দিকে ইয়াছিন মার্কেট এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই হাসান মিয়া নিহত হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাসুমকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক কবির আহমেদ বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন