বগুড়ার সোনাতলা উপজেলার ‘পরকীয়ার’ জেরে দুলাল হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ী দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। নিহত দুলাল হোসেন গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের উত্তর নয়াপাড়া গ্রামের ছাকাওয়াত হোসেন সাফাতের ছেলে।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সৈয়দ আহম্মদ কলেজ বটতলা এলাকায় ফাতেমা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দুলাল হোসেন বটতলায় অবস্থিত মুদি দোকান থেকে সুখানপুকুরে তার নিজ বাড়ি উত্তর নয়াপাড়া গ্রামে ফিরছিলেন। পথে ফাতেমা ক্লিনিকের সামনে পৌঁছালে আগে থেকেই দুর্বৃত্তরা হাসুয়া দিয়ে পেছন থেকে তার ঘাড়ে কোপ দেয়। এ সময় সে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তবে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বটতলা এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। এ কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, এ বিষয়ে এখনো মামলা হয়নি। তবে পরকীয়ার কারণে খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেয়েছি।
মন্তব্য করুন