কুমিল্লার দাউদকান্দিতে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যার পর কেটে নেওয়া হাত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী সেতুর কাছ থেকে কাটা হাতটি উদ্ধার করা হয় এবং রাতে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইয়াসিন আহমেদ বাবু গৌরিপুরের সফিকুল ইসলামের ছেলে।
নিহত যুবকের নাম মো. মহিউদ্দিন (৩৫)। তিনি ওলানপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। পেশায় দিনমজুর ছিলেন।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল্লাহ প্রধান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিউদ্দিনের মা মনোয়ারা বেগম বলেন, মহিউদ্দিন দিনমজুর হিসেবে যখন যে কাজ পেতো তাই করত। সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না। তার কোনো শক্র ছিল না। কিন্তু এলাকার কতিপয় চিহ্নিত দুর্বৃত্ত দিনদুপুরে বসতবাড়ি-সংলগ্ন মসজিদের কাছে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে হাত কেটে নিয়ে যায়।
পরিদর্শক (তদন্ত) শহীদুল্লাহ প্রধান বলেন, যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় নিহত যুবকের মা মনোয়ারা বেগম বাদী হয়ে গতকাল রাত ৯টায় ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এদিকে মামলার এজাহারে তালিকাভুক্ত ১০ নম্বর আসামি একই এলাকা গৌরিপুরের সফিকুল ইসলামের ছেলে ইয়াসিন আহমেদ বাবুকে গ্রেপ্তার করে।
মন্তব্য করুন