কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো লক্ষ্মীকোলা গ্রামের রাকিবুল ইসলামের ছেলে তামিম হোসেন (১২) ও আকছেদ মন্ডলের ছেলে আশিক আহমেদ (১১)। তারা সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে তামিম ও আশিকসহ পাঁচ শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা গভীর পানিতে গেলে সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায় দুজন। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। চাচাতো দুই ভাইয়ের মৃত্যুর খবরে তাদের বাড়িতে ভিড় জমান লোকজন।
দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে পুকুরে পানিতে গোসলে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মারা যাওয়া দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন শেষ হয়েছে।
মন্তব্য করুন