সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের গণসংবর্ধনায় যোগ দিতে এসে মারা গেছেন শেখ ফারুক হোসেন রানা নামে জেলা যুবদলের এক নেতা।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার চুকনগর এলাকায় এ ঘটনা ঘটে।
শেখ ফারুক হোসেন (৪২) তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের শেখ এরশাদ আলির ছেলে। তিনি তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা যুবদলের সহসাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।
তালা থানার ওসি মোমিনুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল ইসলাম হাবিবকে বরণ করতে শতশত নেতাকর্মীর মতো শেখ ফারুক হোসেন রানা ছুটে যান চুকনগরে। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন হাবিবুল ইসলাম হাবিব। বিকেল সাড়ে ৩টার দিকে তার বক্তব্য শেষ হওয়ার পরেই হঠাৎ হার্ট অ্যাটাক হয় যুবদলের এই নেতার। এ সময় স্থানীয় ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যুবদল নেতা শেখ ফারুক হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা মহাসীন মন্টু, তালা থানা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন