কুড়িগ্রামের রৌমারী স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কারক ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে রৌমারী ৪নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাককে আহ্বায়ক করে এবং আমদানির-রপ্তানির অ্যাসোসিয়েশনের সদস্যদের আহ্বায়ক কমিটির সদস্য করা হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে সিএনএফ মামুনের ব্যবসায়ী ঘরে অফিসে রৌমারীর সব আমদানি-রপ্তানি কারক ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করে এ কমিটি গঠিত হয়।
পরে রৌমারী তুড়া রোড সংলগ্ন এক ব্যবসায়ীর ঘরে বসে নবগঠিত আহ্বায়কের হাতে হাত রেখে সবাই ব্যবসায়ীক মোঙ্গল কামনায় শপথ পাঠ করানো হয়।
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শপথ বাক্যে বলতে শুনা যায়, প্রিয় ব্যবসায়ীরা আমরা রৌমারীর ইমপোর্টার ইতোপূর্বে যা হয়েছে হয়েছে আগামীকাল সুর্য উঠার পর থেকে এই রৌমারী পোর্টকে স্বচ্ছ রাখার জন্য সব কিছু আমরা আজ থেকে ব্যবসায়ীদের নীতি অনুযায়ী সাংগঠনিক কথা বার্তায় আমরা পোর্ট পরিচালনা করবো।
তিনি শপথ পাঠে বলেন, যদি আমরা কেউ কোন আত্মীয়তা, বন্ধুত্বতা, শত্রুতা বাস্তবায়ন করবের যায় তাহলে মুসলমানের খাতা থেকে বঞ্চিত হয়ে যাবো। পরে ব্যবসায়ীরা শপথ বাক্যগ্রহন করে হাততালি দেন।
শপথ পাঠ সম্পর্কে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, রৌমারী পোর্টের (স্থলবন্দর) সকল ব্যবসায়ীদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে নতুন কমিটি যেন স্বচ্ছ থাকে তাই শপথ বাক্য পড়ানো হয়।
মন্তব্য করুন