বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ৩টায়, ভোলার দৌলতখানের উত্তাল মেঘনায় ৪টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা ৪০ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত ১টি ট্রলারসহ অন্যান্য ট্রলারের জালসহ সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।
ট্রলার মালিকরা হচ্ছেন- জাহের, ইসমাইল মাঝি, ফারুক মাঝি ও মহিউদ্দিন মাঝি।
সরেজমিনে জানা যায়, সকাল ১০টায় ঘাট থেকে ট্রলারগুলো মাছ শিকার করতে মেঘনা নদীতে যায়। মাছ শিকার শেষে তীরে আসার পথে প্রচণ্ড ঢেউ ও বাতাসের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। ক্ষতিগ্রস্ত ট্রলার মালিকরা দাবি করেন, তাদের ২০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাদুজ্জামান জানান, চারটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় তিনটি ট্রলার ও জেলেদের উদ্ধার করা হয়েছে। বাকি একটি ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে। তবে ট্রলারের জাল ও অন্যান্য মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। মৎস্য বিভাগকে ক্ষতিগ্রস্ত জেলেদের তালিকা করতে বলা হয়েছে।
মন্তব্য করুন