আমাদের অনুমতি ছাড়া কোনো মিছিল-সমাবেশ হবে না বলে জানিয়ে দিয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে মেঘনা উপজেলার আঞ্চলিক সড়ক কদমতলা এলাকায় রাস্তা সংস্কারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ভূঁইয়া বলেন, মেঘনায় আরও আওয়ামী লীগ নেতাকর্মী আছে যারা বিগত দিনগুলোয় কোনো অপরাধে জড়িত ছিল না, তাদের ডিস্টার্ব করা যাবে না। তাদের ডিস্টার্ব করলে তারা কোথায় যাবে? আমরাও যদি এমন করি তাহলে তো তাদের মতো হয়ে গেলাম।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন, উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, অ্যাডভোকেট হাতেম, আব্দুল মতিন, আব্দুল গাফফার, জহিরুল ইসলাম, সাবেক মেঘনা উপজেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ, মেঘনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকিল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লোদী, উপজেলা যুবদল নেতা মাসরুল হক, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহসহ অন্যরা।
মন্তব্য করুন