ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম বাদল খন্দকারের বিরুদ্ধে হামলা, নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ এনে বরিশালে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপি নেতা। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিমন সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বিএনপি নেতা জহিরুল ইসলাম বলেন, অভিযুক্ত আওয়ামী লীগ নেতা অহিদুল ঝালকাঠির দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনিসহ তার দলবল আওয়ামী লীগের আমলে আমার বিরুদ্ধে ৬ থেকে ৭টি রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করেছেন। আমার বাড়িতে গুলি বর্ষণ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট সরকার পতনের পর আবারও আওয়ামী লীগ নেতা অহিদুল ও তার ভাই খন্দকার মোস্তাক আহম্মেদ মিন্টুসহ সন্ত্রাসীরা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছেন। আমাকে হত্যার পরিকল্পনাও করেছিলেন তারা। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে আমাকে বিভিন্নভাবে নাজেহাল করা হচ্ছে। এ সময় অভিযুক্তদের বিচারের আওতায় আনার পাশাপাশি নিজের জীবনের নিরাপত্তা প্রদানে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দপদপিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর শিকদার, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরোয়ার হাওলাদার, সজিব খন্দকার প্রমুখ।
তবে বিএনপি নেতার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা অহিদুল। তার দাবি, যেসব অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বানোয়াট কথা ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নিতে এসব অপপ্রচার করা হচ্ছে।
মন্তব্য করুন