রাজশাহী পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর বাগমারায় প্রাণিসম্পদ হাসপাতালের সামনে থেকে বস্তা ভর্তি ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, অভিযানের সময় একটি বস্তায় পরিত্যক্ত অবস্থায় ২৪টি দেশীয় অস্ত্র ছিল। সেগুলো র্যাব উদ্ধার করেছে। এগুলোর মধ্যে দেশীয় রামদা, ছোরা ছিল। অস্ত্রগুলো থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাগমারা থানার ওসি তোহিদুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের কথা শুনেছি। র্যাব হয়তো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সেগুলো থানায় কিংবা সরাসরি আদালতে হস্তান্তর করতে পারে। তবে এখন পর্যন্ত অস্ত্রগুলো থানায় হস্তান্তর করা হয়নি।
তিনি বলেন, এগুলো কারা সেখানে রেখে গেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। যেহেতু র্যাব এগুলো উদ্ধার করেছে সেহেতু থানায় হস্তান্তর হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন