সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় নিখোঁজ হওয়ার দুদিন পর একটি ইটভাটা থেকে মুঞ্জিল শেখ নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় দেশ ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন তিনি।
নিহত মুঞ্জিল শেখ (৪২) রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
সলঙ্গা থানার (ওসি) এস এম রবিউল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হন মুঞ্জিল শেখ। এরপর তিনি আর ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার (৬ সেপ্টেম্বর) সলঙ্গা থানায় একটি জিডি করেন।
তিনি বলেন, শনিবার সকালে দেশ ইটভাটায় তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন