সিরাজগঞ্জের রায়গঞ্জে সবজির বস্তায় অভিনব কায়দায় পাচারের সময় ১ হাজার ৮৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) উপজেলার চান্দাইকোনা বাজারে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৫) ও মিঠাপুকুর থানার সন্তোষপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. তরিকুল ইসলাম (৩৭)।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএনএম আবুল হাশেম সবুজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, র্যাব অধিনায়ক মো. মারুফ হোসেনের দিকনির্দেশনায় ও র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসের বক্সে তল্লাশি চালিয়ে বিভিন্ন শাক-সবজির বস্তা পাওয়া যায়। ওই বস্তার ভেতর থেকে ১ হাজার ৮৫০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন