চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বিএনপির দুপক্ষের সংঘর্ষের সময় এক পক্ষের অবস্থান। ছবি : কালবেলা
বিএনপির দুপক্ষের সংঘর্ষের সময় এক পক্ষের অবস্থান। ছবি : কালবেলা

চাঁদপুর শহরের পুরান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বৌ বাজার এলাকায় কয়েক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৌ বাজারের বাসিন্দা বিএনপি নেতা রব মিজির সঙ্গে ১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। আগে থেকেই এলাকায় আধিপত্য ও তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যায় দুপক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ভাঙচুর করা হয় দোকানপাট। সংঘর্ষে আহতরা চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতদের দাবি, চাঁদাবাজিতে বাধা দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা রব মিজি, রানা মিজি, শফিক মিজির নেতৃত্বে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অনেককে বেদম পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছেন।

সংঘর্ষে আহত চাঁদপুর পৌর ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম খান বলেন, বিএনপি নেতা রব মিজি ও তার ছেলে রানা এক নিরীহ ব্যক্তির কাছ থেকে চাঁদা চেয়ে তাকে মারধর করেন। এ সময় এলাকার এক যুবক বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এলাকার গণ্যমান্যরা বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এরই মধ্যে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রব মিজি ও তার সহযোগীরা বহিরাগতদের সহায়তায় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের এলাকার দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গেলে আমাদের নারী, পুরুষসহ প্রায় ৫০ জনের বেশি দলীয় নেতাকর্মী আহত হন।

চাঁদপুর পৌর বিএনপির সদস্য রব মিজি বলেন, বিএনপির নাম বিক্রি করে হাইব্রিডরা হাসিনা সরকার যাবার পর পরই সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করছে এবং দলে গ্রুপিং সৃষ্টি করে সামাজিক কাজকর্মে বাধা দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা দলের নেতাদের কাছে এ ধরনের হাইব্রিডদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।

চাঁদপুর মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন রনি কালবেলাকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরানবাজারে দুপক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়েছি। রাতেই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা থেকে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ২

ফাইনালে রংপুর, অপেক্ষায় ঢাকা মেট্রো ও খুলনা

মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল ডিএমটিসিএল

চাঁদা না দেওয়ায় কারখানা মালিককে শ্বাসরোধে হত্যা

মেছো বিড়াল হত্যার অপরাধে আসামি গ্রেপ্তার

অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনা হবে : ডিএমপি কমিশনার

কিশোরগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠানে অতিথি ছাত্রলীগ নেতা

গাইবান্ধায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

শ্রাবণী এখন শ্রাবণ

ঘুরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

১০

জুমার দিনে মসজিদে আগুন দিল ইসরায়েলিরা

১১

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে চিত্রকর্ম প্রদর্শনী

১২

আরেকটি বাংলাদেশ-ভারত ফাইনাল কাল

১৩

বাংলাদেশে ইসলামি চরমপন্থা আসবে না : ড. ইউনূস

১৪

ভারতীয় মিডিয়ার তথ্য বিভ্রান্তিকর-অতিরঞ্জিত : প্রেস উইং ফ্যাক্ট চেক

১৫

দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

১৬

ইটিভি-সিজেএফবি সংগীত-সাংবাদিকতা এবং চলচ্চিত্রে বিশেষ অবদান / সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, ফাহিম আহমেদ এবং জয়া আহসান 

১৭

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৯৭৯ মামলা 

১৮

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর হামলা ও ডিসি কর্তৃক গালাগালের প্রতিবাদে মানববন্ধন

১৯

রাজশাহী ওয়াসার পানির দাম কমাতে আলটিমেটাম

২০
X