আওয়ামী লীগ সরকারের পতন থেকে শিক্ষা নিয়ে জনগণকে ভালোবাসার রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড় পৌর কমিউনিটি সেন্টারে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম হামিদুল হক টুক্কুর ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি আরও বলেন, গত পাঁচ আগস্ট দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন থেকে মুক্ত হয়ে পুনরায় স্বাধীন হয়েছে। তাই আওয়ামী লীগ সরকারের এই পতন থেকে শিক্ষা নিয়ে সাধারণ মানুষের প্রতি জুলুম, নির্যাতন, চাঁদাবাজি না করে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ক্রান্তিলগ্নেও হামিদুল হক টুক্কু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দলের নেতাকর্মীদের সংগঠিত রেখে রাজনীতি করে গেছেন। তার রাজনৈতিক আদর্শ সকলের কাছে অনুকরণীয়।
সভায় মরহুমের ছেলে মোহাম্মদ তোফায়ের হক নুটন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সাবেক সম্পাদক ও মরহুমের ছেলে মোহাম্মদ নিয়ামুল হক প্রমুখ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন