মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের ঝিটকা উজানপাড়া থেকে ভাদিয়াখোলা বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার নির্মাণাধীন রাস্তার কাজ প্রায় ছয় মাসের অধিক সময় ধরে বন্ধ। দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের সাত দিনের মধ্যে আবারও রাস্তার কাজ শুরু হয়েছে।
গত ২৯ আগস্ট দৈনিক কালবেলায় ‘হরিরামপুরে ৬ মাস থেকে সড়কের কাজ বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে রাস্তার কাজ শুরু হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয় বাসিন্দা তালিব হোসেন বলেন, প্রায় ছয় মাসের অধিক সময় ধরে রাস্তাটির কাজ বন্ধ ছিল। কালবেলায় সংবাদ প্রকাশের পরেই আবার কাজ শুরু হয়েছে। এ জন্য কালবেলাকে ধন্যবাদ জানাই।
ঠিকাদার প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর হোসেন কালবেলাকে বলেন, বেশকিছু কাজের বিল আটকে যাওয়ায় অর্থ সংকটে কাজ কিছুদিন বন্ধ ছিল। এ ছাড়াও দেশের অবস্থা স্বাভাবিক ছিল না কাজ করতে পারিনি। এখন কাজ শুরু করেছি। দ্রুতই কাজ শেষ করা হবে।
উল্লেখ্য, ২০২৩/২৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে জিডিবি-৩ প্রকল্পের আওতায় ১ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৫৫৬ টাকায় প্রায় এক বছর আগে এই রাস্তার পাকাকরণের কাজটি শুরু করে শেখ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
দেড় বছর মেয়াদী এই প্রকল্পে এক বছরে কাজ শেষ হয়েছে অর্ধেকের মতো। শুরুতে পুরো রাস্তা কেটে বক্স তৈরি করে বালি ফেলে ভরাট করা হয়। ইটের সুরকি ফেলে যাতায়াতের উপযোগী করা হলেও প্রায় ছয় মাসের অধিক সময় ধরে বাকি কাজ বন্ধ ছিল।
মন্তব্য করুন