ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

পিটিয়ে স্ত্রীর পা ভাঙলেন স্বামী

আহত রেশমা আক্তারকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
আহত রেশমা আক্তারকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ি গ্রামের বাসিন্দা নূরুল হক (৩০) পাইপ দিয়ে পিটিয়ে তার স্ত্রী রেশমা আক্তারের (২২) পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।

রেশমা আক্তারে অভিযোগ, স্বামীর কথামতো বাবার বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় পাইপ দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত রেশমা আক্তার বাদী হয়ে স্বামী নূরুল হকসহ চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয়রা জানান, কুর্শিবাড়ি গ্রামের নূরুল হকের সঙ্গে দুই বছর আগে পাশের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা গ্রামের রেশমা আক্তারের বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নানা অজুহাতে নূরুল হক তার স্ত্রী রেশমাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে শুরু করে। প্রায়ই টাকা এনেও দিত রেশমা।

তারা আরও জানান, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ব্যবসার জন্য শ্বশুরের কাছ থেকে ৩০ হাজার টাকা আনতে চাপ সৃষ্টি করে। এতে তিনি রাজি না হলে রেশমাকে মারধর করেন নূরুল হক। একপর্যায়ে পাইপ দিয়ে স্ত্রীর পা ভেঙে দেন। পরে স্ত্রীকে ঘর থেকে বের করে দেন। পরে প্রতিবেশী এক নারীর সহায়তায় ধর্মপাশা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন রেশমা।

রেশমা আক্তার বলেন, আমার বাবা দিনমজুর। বাবার কাছ থেকে টাকা না আনলে স্বামী মারধর করে। মাঝে মধ্যে বাবার বাড়ি থেকে টাকা এনে দিছি। এবার ব্যবসা করার জন্য ৩০ হাজার টাকা দিতে বলছিল। আমি রাজি না হওয়ায় আমাকে প্রচণ্ড মারধর করে। একপর্যায়ে প্লাস্টিকের পাইপ দিয়ে মেরে আমার পা ভেঙে ফেলেছে। রেশমার মা মমিনা খাতুন বলেন, মেয়েরে জামাই নূরুল হক উচ্ছৃঙ্খল স্বভাবের। বিয়ের আগে আমরা বিষয়টি জানতে পারিনি। তাকে টাকা দিতে না পারায় আমার মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ১৫/২০ দিন আমাদের বাড়িতে রেখে টাকা দিয়ে জামাইর বাড়িতে পাঠাই। এসব নিয়ে কয়েকবার শালিস বৈঠক বসেছিল। এরপরও আমার মেয়েকে বার বার মারধর করে। এসব আর মানতে পারছি না। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ ঘোষ কালবেলাকে বলেন, পাইপ দিয়ে পিটিয়ে স্ত্রীর পা ভেঙে দেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। রেশমার স্বামী নূরুল হকসহ আসামিরা সবাই পলাতক রয়েছেন। তদন্ত করে এ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার মেঘের রাজ্য ক্যামেরন হাইল্যান্ড

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন / নিজেদের স্বার্থে টিউলিপকে ব্যবহার করে লেবার পার্টি

সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক ‍নিহত

ময়মনসিংহে হুমগুটি খেলায় জনতার ঢল

ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটে বিমান বন্ধের শঙ্কা, প্রবাসীদের ক্ষোভ

প্রধান উপদেষ্টার কাছে আজ সংস্কার প্রস্তাব জমা দেবে চার কমিশন

ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ!

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

ইউনিয়ন পরিষদের চেয়ার চায়ের দোকানে

১০

দিনাজপুরে হিমেল বাতাসে কনকনে ঠান্ডা

১১

ববির লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করলেন শিক্ষার্থীরা

১২

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

১৩

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই 

১৪

টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

১৫

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

১৬

শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি

১৭

চবিতে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

১৮

শিক্ষার্থীদের রাজাকার বলা শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

১৯

১৫ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X