যশোরের বেনাপোল সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৬ বোতল ভয়ঙ্কর মাদক লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এলএসডি) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টম্বর) দুপুরে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এলএসডির মূল্য ৬ কোটি টাকা বলে জানা গেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, বেনাপোল বিওপির একটি টহলদল আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় রেললাইন দিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি একটি ব্যাগ হাতে হেটে আসছিলেন। পূর্বে থেকে অবস্থান নেওয়া বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে হাতের ব্যাগ ফেলে মাদক পাচারকারী দৌড়ে পালিয়ে যায়।
পরে উদ্ধারকৃত ব্যাগের ভেতর ৬ বোতল এলএসডি, ১৮ পিস ক্লোভ-জি ক্রিম ও ১৯ পিস স্কিন সাইন ক্রিম পাওয়া যায়।
এলএসডি জিহ্বার নিচে নিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে সেবন করা হয়। বাংলাদেশে মাদক হিসেবে নিষিদ্ধের তালিকায় থাকা এলএসডি গ্রহণে মানুষের মধ্যে এক ধরনের বিভ্রম তৈরি হয়। আশেপাশের বাস্তবতা অনুভব হয় ভিন্নভাবে।
২০২১ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটনার তদন্তে নেমে দেশে এলএসডি কারবারের সন্ধান পায় পুলিশ। তখন তিন বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ঢাকায় এলএসডি বিক্রি ও সেবনে জড়িত ১৫টি গ্রুপের সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ।
মন্তব্য করুন