বাংলাদেশ গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, এখন থেকে রাষ্ট্র চলবে জনগণের কথায়। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের জন্য কাজ করবেন। সরকারি অফিস আদালতে বসে কোনো রাজনৈতিক নেতাকর্মী খবরদারি করবে, হুকুমবাজি করবে আর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে এসব চলবে না।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের ভাঙ্গায় দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এক পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
পথসভায় তিনি আরও বলেন, হাসিনা সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে একাত্তরে পাকিস্তানিরাও তা করেনি। পাকিস্তানিরা যদি হেলিকপ্টার থেকে সোহরাওয়ার্দীতে গুলি চালাতো তাহলে শেখ মুজিবসহ অন্যরা চিতপটাং হয়ে যেতে পারতো। কিন্তু হাসিনা ছাত্র-জনতার ওপর সমতল থেকে, আকাশপথ থেকে ও উঁচু ভবন থেকে হত্যাযজ্ঞ চালিয়েছে। এই হত্যাযজ্ঞ জাতি ক্ষমা করবে না।
ভাঙ্গা উপজেলা গণঅধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমানের সভাপতিত্বে ও মনির হাওলাদারে উদ্যোগে সভায় নুর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, জনগণের নিকট দায়বদ্ধতা থাকতে হবে। সাধারণ জনগণ কৃষক শ্রমিক দিনমজুর রিকশাওয়ালা, ড্রাইভার, প্রবাসী ও গরিব-দুঃখী মানুষকে সরকারি কর্মকর্তারা সম্মান দেখাবেন। হাসপাতালে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। নেতাদেরকে যেভাবে দেখবেন, সাধারণ জনগণদেরকেও সেভাবে দেখবেন। কোনো বৈষম্যের সৃষ্টি করা যাবে না। কারণ, জনগণ হচ্ছে সব শক্তির উৎস। জনগণের ভোটেই চেয়ারম্যান মেম্বার মেয়র এমপি হয়ে থাকেন।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। ভালো মানুষকে ও ন্যায়পরায়ণ মানুষকেই আপনাদের বেছে নিতে হবে তাহলেই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধি রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, মঞ্চে উঠে নেতাকর্মীরা মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বক্তব্য দিয়ে মঞ্চ কাঁপিয়ে দেন। দুর্নীতি আর অনিয়ম করে চলেন এমন নেতা আপনারা আর বানাবেন না। নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের আল্লাহর নিকট মাফ চেয়ে জীবন শুধরে নেওয়ার আহ্বান জানান।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মো. ফরহাদ মিয়া। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসাইন বিপু, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুনার রশিদ, সাধারণ সম্পাদক এসএম নাহিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় আহমেদ, উপ-দপ্তর সম্পাদক মনির মাতুব্বর আবির, সদরপুর উপজেলার ছাত্রঅধিকার পরিষদের সমন্বয়ক জাহিদ হাসান প্রমুখ।
মন্তব্য করুন