আমাদের দলের কেউ চাঁদাবাজি, লুটতরাজ ও সন্ত্রাসী কার্যকলাপ করলে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাকে বেঁধে রেখে আমাদের খবর দেবেন। সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের সাকুচিয়া গ্রামে উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক নাসির শিকদারের বাবার কুলখানি অনুষ্ঠানে যোগদানকালে উপজেলার দিয়াবাড়ি বাজারে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নুর সঞ্চালনায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা একটা জুলুমের সরকার থেকে সবেমাত্র এক মাস হলো বের হয়ে এসেছি। এখনো কিছু করার সময় হয়নি। আপনাদের আরও একটু ধৈর্য ধরতে হবে।
মঈনুল শান্ত বলেন, আমরা যেন কোনো অবস্থাতেই শুনতে না পাই, কোনো জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটতরাজ হচ্ছে। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে চুল পরিমাণ কাউকে ছাড়ও দেওয়া হবে না। আমাদের সম্পূর্ণ বিজয় এখনো আসেনি। আমরা কেবল একটা ধাপ পার হয়েছি। আমাদের আরও অনেক ধাপ আছে। সে ধাপে যেতে হলে আমাদের এখন ধৈর্য সহকারে জনগণের সঙ্গে থাকতে হবে। সর্বদা শান্তি বিরাজ করতে হবে।
মন্তব্য করুন