সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দশ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহরের গুডফুড রেস্টুরেন্টে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে এ আর্থিক সহায়তা দেন তিনি।
মত বিনিময় সভায় সাইদুর রহমান বাচ্চু বলেন, ছাত্র-জনতা হত্যাকারীদের দ্রুত আইনের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। তবেই কবরে তাদের আত্মা শান্তি পাবে। তিনি আত্মদানকারী সব শহীদ পরিবারের পাশে সরকার, বিএনপির বিত্তবান নেতা ও ব্যবসায়ীদের দাঁড়ানোর আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে শহীদ সোহানুর রহমান রঞ্জু, সুমন শেখ, আব্দুল লতিফ, আব্দুল আলিম, ইয়াহিয়া আলী, সিহাব আহম্মেদ, হাফেজ সিয়াম হোসেন, নজরুল ইসলাম, লেবু শেখ ও আব্দুর রশিদের পরিবারকে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা করেন।
মন্তব্য করুন