গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের লেন পরিবর্তনের সময় হঠাৎ ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম ও তার মেয়ের জামাই শামীম মণ্ডল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বকচর এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম।
নিহতরা হলেন, উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং তার জামাই কোমরপুর গ্রামের শামীম মন্ডল (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা রাতে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে মহাসড়কের লেন পরিবর্তন করার সময় রোড ডিভাইডারের জন্য ফাঁকা রাখা স্থানে স্লিপ করে মোটরসাইকেলসহ দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তারা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম কালবেলাকে জানান, লাশ উদ্ধার করে যথাযথ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন