ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে নীলফামারীতে পৃথক পৃথক ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে দুটি গ্রুপ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে নীলফামারীর সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহীদি মার্চ বের হয়ে শহরের বাটার মোড় প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করে।
পরে শহীদি মার্চটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফিরে গিয়ে সমাবেশ করে। এতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রিশাদুজ্জামান অন্তিক, রাইসুল আলম, শ্রেষ্ঠ সরকার, মোর্শেদ আমান ও রতন সরকার রত্ন প্রমুখ।
সমাবেশে বক্তারা শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাখো ছাত্র-জনতাকে হত্যাকারী শেখ হাসিনার বিচার দাবি করেন। সবশেষে সেখানে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে একই সময় নীলফামারী শিল্পকলা একাডেমি চত্বর থেকে ব্যানার বিহীন ‘শহীদি মার্চ’ বের হয়ে শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রনেতা সুহৃদ হোসেন, মাহমুদ হাসান অয়ন, আক্তারুজ্জামান ও প্রান্তর প্রমুখ। এসময় বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত হত্যাকারীদের বিচারের দাবি জানান।
মন্তব্য করুন