আব্রাহাম লিংকন প্রবর্তিত গণতন্ত্রের মূল কথা হলো, জনগণই সব ক্ষমতার উৎস। এ কথা আমাদের কেউ যদি বিশ্বাস করি তাহলে আমাদের ইমান থাকবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রৌমারী উপজেলার শাপলা চত্বরে আয়োজিত রাজনৈতিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মো. আ. ছালাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মো. মোজাম্মেল হক আইমানি, ইসলামী আন্দোলন বাংলাদেশের রৌমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আখতার হোসেনসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা।
সমাবেশে চরমোনাই পীর বাংলাদেশ ও দেশের মানুষের কল্যাণে নিজ দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন।
মন্তব্য করুন