শেখ হাসিনা এই দেশে দুপুরের খাবার খেতে পারেনি, তাকে ভারতে গিয়ে খেতে হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও বন্যা দুর্গতদের জন্য দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। হাসিনাকে দেশে এনে তার বিচার করতে হবে। সে কতটা ঘৃণার সৃষ্টি করেছিলেন, তিনি দেশত্যাগ করলে মানুষ রাস্তায় আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছে।
মামুনুল বলেন, প্রতিবেশী দেশ আমাদের বন্ধুর মতো থাকবে। তাই বলে আবারও যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে আসে তাহলে তাদের উচিত জবাব দেওয়া হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল রহমান সাজাওয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শায়েখ ফয়েজ আহমেদ, সুনামগঞ্জ জেলার সহসভাপতি মাওলানা শাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলামসহ প্রমুখ।
মন্তব্য করুন