কুমিল্লার হোমনায় বসতঘর থেকে এক নারী, তার ছেলে ও ভাতিজির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঘাগুটিয়া গ্রামের ভুইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাহফুজা বেগম (৩৫), তার ছেলে সাদ (৯) ও মাকসুদার ফুফাত ভাইয়ের মেয়ে তিশা মনি (১৬)।
স্থানীয়রা জানান, মাহফুজার স্বামী মো. শাহপরান ঢাকায় চাকরি করেন। তার স্ত্রী ও সন্তান বাড়িতে একা থাকতেন, সেই সুবাদে শাহপরানের ফুফাত ভাই রেজাউল করিমের ছোট মেয়ে মিম (১৫) চাচির সঙ্গে রাতে থাকতেন। কিন্তু গত বৃহস্পতিবার থেকে রেজাউল করিমের বড় মেয়ে তিশা চাচির সঙ্গে রাতে ঘুমাতে শুরু করে।
বুধবার রাতে শাহপরানের স্ত্রী-ছেলে ও ফুফাত ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদেরকে হত্যা করে পালিয়ে যায়।
নিহত মাহফুজা বেগমের স্বামী শাহপরান জানান, আমি ঢাকায় থাকি। আমার স্ত্রী বাড়িতে থাকে। আমি বাড়ি না থাকলে মাঝেমধ্যে আমার ভাতিজি তিশা রাতে আমার বাড়িতে থাকে। আজ সকালে খবর পেয়ে বাড়িতে আসছি। আমার সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। সঠিত তদন্ত সাপেক্ষে আমি এর বিচার চাই।
হোমনা থানার ওসি জয়নাল আবেদিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটির সামনের দরজা বন্ধ ছিল। কিন্তু পেছনের দরজা খোলা ছিল। তদন্ত সাপেক্ষে বলা যাবে মৃত্যুর কারণ সম্পর্কে।
মন্তব্য করুন